ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান আইজিপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান আইজিপির ছবি : জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনগণের জানমাল ধ্বংসকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
 
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে আহত ফেনী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের মিয়াকে দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।


 
পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল ধ্বংসকারী দৃর্বৃত্তদের রুখতে পুলিশের পাশাপাশি দেশবাসীকেও সোচ্চার হতে হবে।
 
এ সময় তিনি আব্দুল কাদের মিয়ার চিকিৎসার খোঁজখবর নেন ও দায়িত্ব পালনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
 
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।