ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে পিস্তলসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রায়পুরে পিস্তলসহ ২ যুবক আটক ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলিসহ শাহরিয়া নয়ন (২৯) ও দিপংকর চন্দ্র শীল (২৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) ভোরে রায়পুরের কেরোয়া ইউনিয়নের জোড়াপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক শাহরিয়া নয়ন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কান্দি গ্রামের  শহিদ উল্যাহর ছেলে। দিপংকর চন্দ্র শীল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গান্দের গাঁও গ্রামের নিখিল চন্দ্র শীলের ছেলে।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে রাস্তায় টহল দেওয়ার সময় ওই দুই যুবককে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।