ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মোনাজাত শেষে রাস্তায় মুসল্লিদের ঢল

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
মোনাজাত শেষে রাস্তায় মুসল্লিদের ঢল ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব ইজতেমা ময়দান থেকে: টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

মোনাজাত শেষে রাস্তায় ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

তাদের উদ্দেশ এখন বাড়ি ফেরা।
 
বিশ্বের সব মানুষের জন্য দোয়া চেয়ে সঠিক পথে চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। ভালো কাজের মধ্য দিয়ে জীবনকে পরিচালনার জন্য প্রার্থনা করা হয়।
 
সরেজমিন দেখা গেছে, আখেরি মোনাজাত শেষে ঢাকা-গাজীপুর ও এর আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এরপরই রাস্তায় লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে। মাথায় টুপি, হাতে নামাজের মুসলা নিয়ে পায়ে হেঁটেই রওয়ানা হয়েছেন মুসল্লিরা। অনেক মুসল্লি মাথায় করে বিছানাপত্র নিয়ে বের হচ্ছেন।  
 
মোনাজাত শেষে আব্দুল্লাহপুর মোড়ে বেশ কয়েকজন মুসল্লি নাজিম, বাবু, আরফানের সঙ্গে কথা হয়। তারা যাত্রাবাড়ীর কোনাপাড়ার বাসিন্দা বলে জানান।

তারা বাংলানিউজকে বলেন, ভাই, প্রতিবার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত ধরার জন্য আসি। আমরা মোটরসাইকেলে করে এসেছি। কিন্তু টঙ্গীর তুরাগ ব্রিজ থেকেই মুসল্লিরা রাস্তায় বসে পড়েছেন। তাই, আর ভেতরে যেতে পারিনি।
 
রামপুরা থেকে আগত মুসল্লি মোস্তাকিন বাংলানিউজকে জানান, ভাই গতকাল (শনিবার) রাতে ময়দানে এসেছিলাম। রোববার সকালে ময়দান থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। কারণ, মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রওয়ানা হবো।
 
ইজতেমাস্থল থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে যাচ্ছেন মুসল্লিরা। আখেরি মোনাজাতে অংশ নিতে মিনি পিকআপ ভ্যানে করেও বাড়ির উদ্দেশে রওয়ানা হতে দেখা গেছে মুসল্লিদের।
 


বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।