ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লতিফ সিদ্দিকীর মুক্তি চেয়ে স্ত্রীর আইনি নোটিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
লতিফ সিদ্দিকীর মুক্তি চেয়ে স্ত্রীর আইনি নোটিশ আবদুল লতিফ সিদ্দিকী

ঢাকা: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন তার স্ত্রী লায়লা সিদ্দিকী।

রোববার (১১ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে তার পক্ষে নোটিশ পাঠান আইনজীবী ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।



নোটিশে বলা হয়, সাত দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ও ডেপুটি জেলার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং ঢাকার মুখ্য মহানগর হাকিমকে।

গত বছরের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে একটি সামাজিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাবলিগ জামাত ও হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন লতিফ সিদ্দিকী। এ ঘটনায় তার বিরুদ্ধে সারা দেশে ৩০টি মামলা হয়। এরই জেরে তাকে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ২৩ নভেম্বর দেশে ফিরে ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। এরপর থেকেই কারাগারে রয়েছেন তিনি।

লিগ্যাল নোটিশে দাবি করা হয়, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা করতে সরকারের অনুমোদন লাগে। কিন্তু এসব ক্ষেত্রে তা করা হয়নি। তাই এসব মামলা চলতে পারে না। এছাড়ও সংবিধানের ৩৫-এর ২ অনুচ্ছেদ অনুসারে এক অভিযোগে একাধিক মামলা করা যায় না, শাস্তিও দেওয়া যায় না। কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব কারণে তার মুক্তি দাবি করেন লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।