ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

কক্সবাজার: কক্সবাজারে বিশেষ অভিযানে ৩১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সদর, রামু, উখিয়া, চকরিয়া, পেকুয়া, টেকনাফ ও মহেশখালীতে এ অভিযান চালানো হয়।



কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, এতে ওয়ারেন্টভুক্ত, ইয়াবা ও মানবপাচার মামলার আসামিসহ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।