ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রেলে নাশকতা ঠেকাতে ৮ হাজার আনসার-ভিডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রেলে নাশকতা ঠেকাতে ৮ হাজার আনসার-ভিডিপি ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবরোধে ট্রেনে নাশকতা ঠেকাতে রেলপথে ৮ হাজারের বেশি আনসার-ভিডিপি মাঠে নামানো হবে। বর্তমানে রেলপথের নিরাপত্তায় ৪ হাজার আরএনবি-জিআরপি মাঠে সক্রিয় রয়েছে।



রেলওয়ের নিয়মিত এ নিরাপত্তা বাহিনীর সঙ্গে অতিরিক্ত আনসার-ভিডিপির সদস্যরা যুক্ত হবে। তবে কোন পয়েন্টে কতজন আনসার-ভিডিপি নিযুক্ত থাকবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

রোববার দুপুরে রাজধানীর রেলভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে ৩৩৪টি ট্রেনই নিয়মিত চলছে। অবরোধের কারণে কোনো ট্রেন বন্ধ নেই।

শিডিউল বিপর্য্যয়ের বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, বিপদকালীন সময়ে ট্রেন চলাই মূখ্য। শিডিউল গুরুত্বপূর্ণ বিষয় না।

ঝুঁকিপূর্ণ পয়েন্টে কতজন আনসার-ভিডিপি নিয়োগ করা হবে-সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে।
 
আনসার বাহিনীর সদস্যরা কবে থেকে মাঠে নামবে এমন প্রশ্নেরও সোজাসাপটা জবাব না দিয়ে মন্ত্রী বলেন, ‘এটা হাই কমাণ্ডের বিষয়। হাই কমান্ডের অনুমোদন নেওয়া হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. নাজিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।