ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাবার কবরের পাশে সমাহিত হবেন চাষী নজরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বাবার কবরের পাশে সমাহিত হবেন চাষী নজরুল ইসলাম

মুন্সীগঞ্জ: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক একুশে পদকপ্রাপ্ত চাষী নজরুল ইসলামকে পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে তার বাবা মোসলেম উদ্দিনের কবরের পাশে দাফন করা হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তার মরদেহ পৈত্রিক বাড়ি সমষপুর গ্রামে নিয়ে আসা হবে।


 
মৃত চাষী নজরুল ইসলামের মামাতো ভাই নাসির উদ্দিন রোববার দুপুরে মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, অন্তিম ইচ্ছা অনুযায়ী তাকে সমষপুর কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হবে।

অন্যদিকে, চাষী নজরুল ইসলামের ঢাকার আরামবাগের জসিমউদ্দিন রোডের বাড়িতে শোকাহত মানুষের ঢল নেমেছে।

রোববার দুপুরে জসিমউদ্দিন রোডের মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তার মরদেহ ঢাকার ল্যাব এইড হাসপাতালের হিমগরে রাখা হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ও বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বিকেল নাগাদ চাষী নজরুল ইসলামের মরদেহ তার পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের সমষপুর গ্রামে নিয়ে আসা হবে।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হাই,  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও সাধারণ সম্পাদক কাজী দীপুসহ জেলার আপামর জনসাধারণ গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 
অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সুজন হায়দার জনি বলেন, তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের ভুবনে অপূরণীয় ক্ষতি হলো। তিনি একজন কিংবদন্তি পরিচালক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।