ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
পুলিশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: কর্তব্যরত অবস্থায় সড়ক দূর্ঘটনায় দুই পুলিশ কনস্টেবল মামুনি খাতুন মনিরা ও আকলিমা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও রাজধানীতে অগ্নিকাণ্ডে শিশু ফাতেমার মৃত্যুতেও শোক জানিয়েছেন তিনি।



প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো শোক বিবৃতিতে বলা হয়, নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ফকিরাপুলে রোববার সকালে কর্তব্যরত পুলিশবাহী একটি বাসকে একটি ট্রাক দ্রুতগামী ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই নারী পুলিশ সদস্য নিহত ও অপর ২৬ জন আহত হন।

এছাড়া রায়েরবাজারে বস্তিতে আগুনে শিশু ফাতেমার মৃত্যু হয়।

বাংলাদেশ সময় ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।