ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বোয়ালমারীতে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই ছবি : প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বর্ণিচর গ্রামে ভ্যানচালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সকালে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ।



নিহত চালকের নাম মোঃ জালাল শেখ (৩০)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের মোহাম্মদ শেখের পুত্র।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী জানান, বোয়ালমারী বাজারের ওয়াপদা এলাকা থেকে শনিবার রাতে তিন ব্যক্তি অটোভ্যানটি বর্ণিচর যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে নিয়ে যান।

পথিমধ্যে তারা বর্ণিচর গ্রামের প্রবেশদ্বারে ফাঁকা মাঠের কালভার্টের পাশ থেকে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চালককে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় ওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তিনি একই উপজেলার বেলজানি এলাকার কালু সিকদারের পুত্র।

বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।