ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
মানিকগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত ছবি : প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর এলাকায় বাসচাপায় রিক্তা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিক্তা সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, জসিম তার স্ত্রী রিক্তাকে নিয়ে বাইসাইকেলে বারাহিরচর গ্রামে রিক্তার বাবার বাড়ি যাচ্ছিলেন। তাদের সাইকেলটি বারাহিরচর কবরস্থানের কাছে পৌঁছালে যাত্রীসেবা নামে একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রিক্তা নিহত হন। এঘটনায় তার স্বামী জসিম অক্ষত রয়েছে। এ দুর্ঘটনার পরই স্থানীয়রা বাস চালক লাভলু ও হেলপার আনোয়ারকে আটক করে। তাদের দুইজনের বাড়ি শিবালয় উপজেলার নিহালপুর গ্রামে।

মানিকগঞ্জ সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।