ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
হাজীগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত ছবি : প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর এলাকায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এনায়েতপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাজীগঞ্জ থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম  বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত দু’টি অটোরিকশার নয় যাত্রী আহত হয়েছেন। দুপুর ১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জের দক্ষিণ বাজারের পাঠান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষ্মীপুরের মাহমুদুল হাসান মৃদুল (২৯), শাহ আলম (৩০), ওসমান গণি (৪০) ও কমল (৪০), ফরিদগঞ্জের রেজাউল করিম (৪১), পারভেজ (২৯), মঞ্জুর (৪২), শোভন (২৬), ঐশী (৭) ও হাজীগঞ্জের দীপক (১৮)।

আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশা দু’টি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।