ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ৪ ছিনতাইকারীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
কক্সবাজারে ৪ ছিনতাইকারীর কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজার শহরের চিহ্নিত চার ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের দু’টি দল।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে একজন ছিনতাইকারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল ও অপর তিনজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।



নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেলের আদালতে দণ্ডপ্রাপ্ত হলো কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার এলাকার জয়নাল আবেদিনের ছেলে মেজবাহ উদ্দিন (২৭)।

অপর আদালতের দণ্ডপ্রাপ্তরা হলেন-কুমিল্লা জেলা সদরের দত্তপুর এলাকার আবাদ মিয়ার ছেলে নাছির ( ১৮), হানিফের ছেলে শাহাদত হোসেন (২১) ও আবুল হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান হাবিব (২০)।

পুলিশ সূত্র জানায়, দুই বছরের সাজাপ্রাপ্ত ছিনতাইকারী মেজবাহকে রোববার সকাল ১০টার দিকে আদালত চত্বরে ছিনতাইকালে স্থানীয়রা আটক করে  সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এছাড়া শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার সকাল ৭টার দিকে শহরের বাজারঘাটা এলাকা থেকে অপর তিন ছিনতাইকারীকে আটক করে।

শহর পুলিশ ফাঁড়ির টিএসআই সোলায়মান বাংলানিউজকে জানান, বাজারঘাটা থেকে আটক ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি ছুরিসহ ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম ছিনতাইকারীদের সাজার বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।