ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বাস মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সুনামগঞ্জে বাস মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জ বাস মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটি বিশেষ বৈঠক করেছে।

২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে নির্বিঘ্নে যান চলাচলের বিষয়ে রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ এ বৈঠকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(পূর্ব) হেমায়েতুল ইসলাম, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর আব্দুল্লাহ আল মামুদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না, সুনামগঞ্জ-৮ বিজিবি’র সহকারী পরিচালক আব্দুল করিম, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমবুল হোসেন মোল্লা, দক্ষিণ সুনামগঞ্জ থানা র্ভারপাপ্ত কর্মকর্তা(ওসি) আল আমিন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজালাল মুন্সি, জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়না মিয়া, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।