ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জ সদর ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বকশীগঞ্জ সদর ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ পৌর সহায়ক কমিটির বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাবেক ইউপি সদস্যরা।

রোববার দুপুরে পৌর কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেন।



সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা জানান- ২০১৩ সালের ডিসেম্বরে বকশীগঞ্জ সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হয়। পৌরসভা হওয়ার পর থেকে সদর ইউনিয়নের সব সদস্যদের মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর ২ বছর ধরে বেতনভাতা না পাওয়ায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা।

এদিকে, মানবিক দৃষ্টিকোণ থেকে পৌর প্রশাসক তাদের নিয়ে একটি সহায়ক কমিটি স্থানীয় সরকার বিভাগে পাঠালেও সরকারি দলের নেতাকর্মীদের বিরোধীতার কারণে আটকে রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।  

দ্রুত পৌর সহায়ক কমিটি অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে স্থানীয় সরকার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন সাবেক এ ইউপি সদস্যরা।

এ বিষয়ে বকশীগঞ্জ পৌর প্রশাসক এবিএম এহছানুল মামুন বাংলানিউজকে জানান, সাবেক ইউপি সদস্যদের নিয়ে একটি পৌর সহায়ক কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ কমিটি অনুমোদন হলে এ সমস্যার সমাধান হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।