ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সুন্দরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার  দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান গ্রামে এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে জালাল হোসেন, লাভলী বেগম, ফারুক মিয়া, আনোয়ারা বেগম, রশিদা বেগম, জোসনা বেগম, ইসমোতারা, আজিরন বেগম, জাহেদা বেগম, হামিদা বেগম, গোলজার হোসেন, খায়রুল ও মতিয়ার রহমানের নাম জানা গেছে।

তাদের  উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা সদর ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাফিজার রহমান বাংলানিউজকে জানান, ওই গ্রামের জালাল হোসেনের সঙ্গে প্রতিবেশি খাদেম হোসেনের ৪১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রোববার সকালে খাদেম হোসেন তার লোকজন নিয়ে ওই জমিতে হালচাষ করতে গেলে জালাল হোসেন ও তার লোকজন বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।