ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা বারের সম্পাদক ৩দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
সাতক্ষীরা বারের সম্পাদক ৩দিনের রিমান্ডে

সাতক্ষীরা: বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
একই মামলায় কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

 
 
মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক গোলাম নবী এ আদেশ দেন।  
 
মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ২০০২ সালের ৩০ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনৈক ধর্ষিতা নারীকে দেখতে কলারোয়ায় আসেন। তিনি কলারোয়ায় পৌঁছালে তার গাড়ি বহরের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা।  
 
এ ঘটনায় কলারোয়া উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে কলারোয়া পৌরসভার বর্তমান মেয়র আক্তারুল ইসলামসহ বিএনপির ২৭ নেতাকর্মীকে আসামি করে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
 
আদালত তদন্ত প্রতিবেদন চেয়ে কলারোয়া থানার ওসিকে নির্দেশ দেওয়ার পর ২০০৩ সালের ২৫ ডিসেম্বর মামলার ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। ২০০৪ সালের ২২ জানুয়ারি বাদী নারাজি পিটিশন দাখিল করেন। একই বছরের ২২ এপ্রিল রিভিশনটি শুনানি শেষে মামলাটি নিষ্পত্তি হয়ে যায়।  
 
পরে, মামলার বাদী উচ্চতর আদালতে ক্রিমিনাল আপিল দায়ের করেন। উচ্চতর আদালত ২০১৩ সালের ১৮ জুলাই বাদী কর্তৃক পূর্বে দাখিলকৃত নারাজি পিটিশনটি পুনর্বিবেচনার আদেশ দেন। এর প্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ অক্টোবর বুধবার সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা কলারোয়া থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।  
 
এ মামলায় তদন্ত কর্মকর্তা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম উল্লিখিত দু’জনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক আব্দুস সাত্তারকে তিন দিনের ও চেয়ারম্যান রবিউল ইসলামকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
 
এদিকে, সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পেরণ করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা-মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া, চেয়ারম্যান রবিউল ইসলামকে একই মামলায় ডিসেম্বর মাসে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়।
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।