ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
রংপুরে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

রংপুর: রংপুর সদর উপজেলার মমিনপুর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সরকার ঘোষিত নির্ধারিত ফি’র দ্বিগুণের বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।



রোববার সরেজমিনে ওই স্কুলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় নিজেও।

এ নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করেছেন। অভিভাবক মিলন মিয়া জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির যোগসাজসে ১০৫ জন শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ২০০ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা করে ফি নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, অভিভাবকরা চাইলে তাদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া বেগম  বলেন, এ সংক্রান্ত কোন অভিযোগ পায়নি। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।