ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়েটের প্রথম বর্ষের ক্লাস শুরু ২৬ ফেব্রুয়ারি

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

রোববার উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

  এ সিদ্ধান্তের কারণে গত শিক্ষাবর্ষের তূলনায় ১৫ দিন আগে ক্লাস শুরু করতে পারবে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

এর আগে গত বছরের ১৩ মার্চ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল।

ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে বিস্তারিত তথ্য চুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৪

** সূত্রাপুরে ককটেল বিস্ফোরণ
** শেওড়াপাড়ায় যাত্রীবাহী বাসে আগুন
** বংশালে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।