ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ১৭ অবরোধকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
শিবগঞ্জে ১৭ অবরোধকারী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৭ অবরোধকারীকে আটক করেছে র‌্যাব।

রোববার বিকেলে তাদের আটক করা হয়।



র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বাংলানিউজকে জানান, সোনামসজিদ বন্দর থেকে বিকেলে পুলিশ, বিজিবি ও র‌্যাবের পাহারায় আটকেপড়া ১০টি পণ্যবাহী ট্রাক পারাপারের সময় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ সড়কের মুসলিমপুর, কানসাট, রসুলপুরসহ বিভিন্ন স্থানে অবরোধকারীদের বাধার মুখে পড়ে।

এ সময় পণ্যবাহী ট্রাকগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে অবরোধকারীরা। পরে র‌্যাবের একটি দল সড়কের পাশে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ১৭ অবরোধকারীকে আটক করে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।