ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে অটোরিকশায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
মালিবাগে অটোরিকশায় আগুন ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার ওভার ব্রিজের নিচে সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রাতে যাত্রীবাহী অটোরিকশাটি মালিবাগ চৌধুরীপাড়ার ওভার ব্রিজের নিচে এলে ৪/৫ জন যুবক অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় তারা যাত্রীদের নামিয়ে অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত অপারেটর বাংলানিউজকে জানান, মালিবাগে সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। এ বিষয়টি আমরা শুনেছি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।