ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এনবিআর’র নতুন চেয়ারম্যান নজিবুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
এনবিআর’র নতুন চেয়ারম্যান নজিবুর রহমান

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নজিবুর রহমান।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রেয়াজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।


 
এর আগে নজিবুর রহমান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি গোলাম হোসেনের স্থলাভিষিক্ত হবেন।   

গোলাম হোসেনের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ার পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ পদ থেকে অবসর গ্রহণ করেন।

অপরদিকে, রোববার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (শুল্কনীতি) ফরিদ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানিয়েছেন।
 
৮ জানুয়ারি চেয়ারম্যান গোলাম হোসেন বিদায় নেওয়ার পর রোববার (১১ জানুয়ারি) বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদ শূন্য ছিল।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।