ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জননেতা আতাউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জননেতা আতাউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার এম. আতাউর রহমান

রাজশাহী: ১২ জানুয়ারি, এদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম সেনানী, তেভাগা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর, নির্যাতিত জননেতা এম. আতাউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহীতে ‘জননেতা এম. আতাউর রহমান স্মৃতি পরিষদ’ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।



কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ জানুয়ারি সকাল ১০টায় প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান, বেলা ১১টায় কবর জিয়ারত, বাদ আসর রাজশাহী সাহেববাজার বড় মসজিদে মিলাদ মাহফিল ও বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর প্রেসক্লাব মিলনায়তনে জননেতা এম আতাউর রহমান স্মরণে আলোচনা সভা।

সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কবি লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম ও বিশিষ্ট ব্যাংকার কবি আরিফুল হক কুমার।

এছাড়া রাজশাহীর রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখবেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর কমান্ডার ডা. আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা বরজাহান আলী, প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন ও মহানগর আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম বাবু।

‘এদেশের প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলন: জননেতা আতাউর রহমান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জননেতা এম. আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি প্রকৌশলী মো. তাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।