ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফকিরাপুলে পুলিশ বাস দুর্ঘটনা

ঘাতক ট্রাক চালক শিবচর থেকে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ঘাতক ট্রাক চালক শিবচর থেকে আটক ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ফকিরাপুল মোড়ে পুলিশ বাস ও ট্রাকের সংঘর্ষে দুই নারী পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় চালক সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে মাদারীপুরের শিবচর থেকে তাকে আটক করা হয়।



মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার সকাল সোয়া ৬টার দিকে ফকিরাপুল মোড়ে একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নারী পুলিশবাহী বাসের ২জন নিহত ও আহত হয়েছেন ৯জন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের কুলিয়ার চর এলাকার গোলাম মুস্তফার মেয়ে আকলিমা খাতুন ও দিনাজপুরের পার্বতীপুর থানার ভবানীপুর গ্রামের বুলু মিয়ার মেয়ে মুনিয়া আক্তার মামুনি।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

** ফকিরাপুলে পুলিশ বাস ও ট্রাকের সংঘর্ষে ২ নারী পুলিশ নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।