ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ম্যাজিস্ট্রেটদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ম্যাজিস্ট্রেটদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ ইসমাত আরা সাদেক

ঢাকা: ফেনী জেলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর হামলার নিন্দা জানিয়ে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।  
 
স্থানীয় পুলিশ প্রশাসনকে গ্রেফতারের নির্দেশ দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রতিমন্ত্রী।


 
রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
৯ জানুয়ারি বোমা হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ইসমাত আরা সাদেক আহত ম্যাজিস্ট্রেটদের খোঁজ-খবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।