ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইজতেমা ফেরত বাস উল্টে আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সিরাজগঞ্জে ইজতেমা ফেরত বাস উল্টে আহত ৩০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইজতেমা ফেরত যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সিরাজগঞ্জ-ঢাকা সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাঁতি বেইলি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইজতেমা থেকে যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি এলাকায় যাচ্ছিল।

বাসটি কোনাগাঁতি বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি বেইলি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।