ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজৈরে শামীম নেওয়াজ মুন্সী মেয়র নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রাজৈরে শামীম নেওয়াজ মুন্সী মেয়র নির্বাচিত

মাদারীপুর: মাদারীপুরের নবগঠিত রাজৈর পৌরসভা নির্বাচনে  স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম নেওয়াজ মুন্সী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।

তিনি আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৮০৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. মোতালেব মিয়া চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৫৩ ভোট।

জানা যায়, কঠোর নিরাপত্তা বলয়ে উ‍ৎসবমুখর পরিবেশে রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে মাদারীপুরের নবগঠিত রাজৈর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে, ভোটগ্রহণকালে দু’টি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করে। এদের মধ্যে ১১১ নম্বর নয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আল আমিন নামে এক যুবককে আটকের পর ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, আল হেরা মহিলা মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আলাউদ্দিন মুন্সী ও রাসেল মাদবর নামে ২ যুবককে হাতে-নাতে আটক করে পুলিশ।
 
মেয়র পদে রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা এমএ মোতালেব মিয়া (চশমা), রাজৈর বিআরডিবির চেয়ারম্যান ও রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ (মোটরসাইকেল), রাজৈর বাজার বনিক সমিতির সভাপতি শামিম নেওয়াজ মুন্সী   (আনারস), রাজৈর পৌর বিএনপির সভাপতি কাজী জাহিদুর রহমান লেবু (দোয়াত কলম), রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও শ্রমিক লীগ সভাপতি সাহাবুদ্দিন মিয়া (তালা)  ও স্বতন্ত্র প্রার্থী হায়দার খান (জাহাজ) প্রতীক নিয়ে নির্বাচন করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।