ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে চরমপন্থি নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
গোয়ালন্দে চরমপন্থি নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকা থেকে  চরমপন্থি নেতা চুন্নু খাকে (৪৫) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।



চুন্নুর বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাসির উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুন্নু গোয়ালন্দ ঘাট থানা ও রাজবাড়ী সদর থানায় দায়ের করা একাধিক চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি এতোদিন পালিয়ে ছিলেন। সম্প্রতি তিনি জামতলা এলাকায় অবস্থান করছেন-এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।