ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সংকট মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সংকট মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সংকট মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর  ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।



‌‘তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা পরবর্তী নারায়ণগঞ্জের বাস্তবতা ও রাষ্ট্রের উদাসিনতা’ শীর্ষক এ সংবাদ সম্মেনের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যে কোনো সংকটকালীন সময় সাংবাদিকরাই জনগণের ভরসার স্থল। আজ সেই সাংবাদিকদের মধ্যেই বড় বিভাজন সৃষ্টি হয়েছে। যা সাধারণ মানুষের জন্য দুঃখজনক।

তাই দেশের সংকট মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলেও মনে করেন তিনি।
 
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, অতীতেও সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে দেশের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এখনও সাধারণ মানুষ তাদের দিকে তাকিয়ে আছেন। তাদের (সাংবাদিক) মধ্যে বিভাজন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমঙ্গল।

ত্বকী হত্যা প্রসঙ্গে তিনি বলেন, যে রাষ্ট্র সন্ত্রাসীদের গ্রেফতার না করে আশ্রয় দেয়, তারা কীভাবে জনগণের শান্তি দেবে।

রাষ্ট্র ত্বকী হত্যাকারীদের পাহাড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন এই শিক্ষাবিদ।

তিনি বলেন, কার কাছে বিচার চাইবো। এক্ষেত্রে সাংবাদিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রাষ্ট্র সাধারণ  মানুষের নিরাপত্তা দিতে পারছে না অভিযোগ করে অধ্যাপক সিরাজুল বলেন, আজ অস্বাভাবিক মৃত্যুই স্বাভাবিক হয়েছে। রাষ্ট্র মানুষের নিরাপত্তা না দিয়ে উল্টো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। রাষ্ট্র শিশু জিহাদকে বাঁচাতেও পারলো না।

মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আজ ভুয়া মুক্তিযোদ্ধারাই নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন। মুক্তিযুদ্ধের চেতনাকেই কুলষিত করছে রাষ্ট্র। মুক্তিযুদ্ধকে অন্তর্ঘাত করা হয়েছে।

এটাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও মনে করেন তিনি।
 
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।