ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের থানা রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি মুজিব সড়ক দিয়ে প্রেসক্লাব ঘুরে ফের থানা রোডে এসে শেষ হয়।

পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় দলের জেলা পর্যায়ের নেতা মাইনুউদ্দিন আহম্মেদ মানু, নাজমুল ইসলাম খন্দকার লেভী, জাহিদ ব্যাপারী, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শামসুল আলম চৌধুরী, শেখ আব্দুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।