ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে রূপালী ব্যাংকের টাকা চুরির ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ফরিদপুরে রূপালী ব্যাংকের টাকা চুরির ঘটনায় মামলা ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুর রূপালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে।

ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খান মো. শহিদুল ইসলাম বাদী হয়ে ব্যাংকের অফিস সহকারী আবুল কালামকে প্রধান আসামি করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে সোমবার (১২ জানুয়ারি) সকালে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।



এদিকে, চুরি হওয়া এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার মধ্যে রোববার পর্যন্ত এক কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, চুরির ঘটনায় রোববার সকালে আবুল কালাম আজাদসহ ৫ জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবুল কালামের দেওয়া তথ্য অনুযায়ী ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে তার বাড়ির উঠানের মাটি খুঁড়ে রোববার সন্ধ্যায় টাকা উদ্ধার করা হয়। এছাড়া রাতেই পুলিশ তার বাড়িতে ফের অভিযান চালিয়ে আরো ৬৫ হাজার টাকা উদ্ধার করে।

ওসি আরো জানান, নামে-বেনামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রাখা টাকা জব্দ করে চুরি যাওয়া বাকি টাকা উদ্ধারের কাজ চলছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার অফিস শেষে ভল্ট ও স্ট্রং রুমের তালা না লাগিয়ে ক্যাশিয়ারের কাছে চাবি জমা দেওয়া হয়। শুক্রবার সকালে ব্যাংকে গিয়ে প্রহরী আশিক ও লুৎফরকে কৌশলে ব্যাংকের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।

এ সুযোগে ভল্ট খুলে এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা একটি প্লাস্টিকের ড্রামে ভরে বাড়ির উঠানে গর্ত খুঁড়ে এক কোটি ২২ লাখ টাকা লুকিয়ে রাখে। বাকি টাকার মধ্যে ১৮ লাখ টাকা রূপালী ব্যাংকে নিজের নামে দু’টি অ্যাকাউন্টে জমা রাখে। এছাড়া ১৫ লাখ টাকা বিভিন্ন জনকে দিয়েছে বলে আবুল কালামের কাছ থেকে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।