ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী আহত ছবি: প্রতীকী

সাভার (ঢাকা) : সাভারের মির্জানগরে মোটরসাইকেলের ধাক্কায় গণবিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহত শিক্ষার্থীরা হলেন, গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২৪তম ব্যাচের রায়হান শরীফ রূপক এবং ঈষিকা বিশ্বাস।

আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা বাইশমাইল বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এলাকায় পৌঁছলে দ্রুত গতির মোটরসাইকেল পেছন থেকে তাদের বহনকারী রিক্সাকে ধাক্কা দেয়। এতে রিক্সাটি উল্টে যায় ।

শিক্ষার্থীরা রিকশার নিচে চাপা পড়েন। পরে আশেপাশের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক  হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর বাইশ-মাইল সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।