ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হরিপুর সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
হরিপুর সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্ত থেকে আমিরুল ইসলাম (৩৫) ও কমিশন (২০) নামে বাংলাদেশি দুই যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় সীমান্তের ৩৬৯ পিলারের কাছে ভারতের ভেতরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের জওয়ানরা তাদের আটক করে।



আমিরুল জেলার হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও কমিশন একই উপজেলার বেলডাঙ্গী গ্রামের দুলু মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে তারা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। সোমবার বাড়ি ফেরার পথে ভারতের শউলমারী এলাকা থেকে তারা আটক হন।

ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই যুবককে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।