ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিভাগ হচ্ছে ময়মনসিংহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বিভাগ হচ্ছে ময়মনসিংহ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

ঢাকা: শিঘ্রই ময়মনসিংহ আলাদা বিভাগের কার্যক্রম শুরু হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



সোমবার (১২ জানুয়ারি) মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকের পর মন্ত্রিসভার সিনিয়র একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ময়মনসিংহকে আলাদা বিভাগ করার কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়মিত বৈঠকের অনির্ধারিত আলোচনায় বিএনপি ও খালোদা জিয়ার প্রসঙ্গেও আলোচনা হয়েছে।

সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আরও একটি নতুন বিভাগ করার বিষয়ে কথা বলেন।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, এর আগে ‘বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিগত মেয়াদে রংপুরকে আলাদা বিভাগ ঘোষণা করা হয়। বর্তমানে এ বিভাগের কার্যক্রম নিয়ে মোট সাতটি বিভাগ রয়েছে।

প্রথমে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা এই চার বিভাগ থাকলেও বর্তমানে সাতটি বিভাগ রয়েছে। বিএনপির সময় সাবেক রাষ্ট্রপতির উদ্যোগে পঞ্চম হিসাবে বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করা হয়।

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বিশেষ উদ্যেগে হয় সিলেট বিভাগ। আর রংপুরকে সপ্তম বিভাগ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।