ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কপোতাক্ষ খননে অনিয়মের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
কপোতাক্ষ খননে অনিয়মের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা(সাতক্ষীরা): কপোতাক্ষ নদ খননে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা ডাকবাংলো চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে মিছিলসহকারে ১১ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।



সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ সমাবেশ।

সীমানা নির্ধারণ ও দুর্নীতি মুক্ত কপোতাক্ষ খনন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট মুস্তুফা লুৎফুল্লাহ।

মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদের সভাপতিত্বে গণ-সমাবেশে বক্তব্য রাখেন-তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএম ফজলুল হক, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, জেএসডির কেন্দ্রীয় সদস্য ও তালা উপজেলা পানি কমিটির সম্পাদক মীর জিল্লুর রহমান, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক ও মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল প্রমুখ।

খলিলনগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রনব ঘোষ বাবলুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন- পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোড়ল রশিদুজ্জামান, হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক আমিনুল ইসলাম ও জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কপোতাক্ষ তীরে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। প্রকল্পের নিয়ম অনুযায়ী টিআরএম-এর বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহজ শর্তে ক্ষতিপূরণের অর্থ দিতে হবে। এ প্রকল্পে কোনো রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না।

সীমানা নির্ধারণ করে দুর্নীতি মুক্ত কপোতাক্ষ খনন করতে হবে। নইলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে উপ-শহরে মিছিল সহকারে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে পাখিমারা বিলে টিআরএম চালু এবং পেরিফেরিয়াল বাঁধ উঁচু করা, প্রয়োজনীয় সংখ্যক মানসম্মত আউটলেট পাইপ স্থাপন, পেরিফেরিয়াল বাঁধের বাইরের পানি বিকল্প পথে নিষ্কাশনের ব্যবস্থা, স্থানীয় জনগণকে যুক্ত করে জেলা ও উপজেলায় প্রকল্প মনিটরিং কমিটি গঠন ও তালা সদরে প্রকল্প বাস্তবায়নে একটি সাব অফিস স্থাপনসহ ১১ দফা দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।