ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৯ দিন পর ময়মনসিংহে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
নিখোঁজের ৯ দিন পর ময়মনসিংহে স্কুলছাত্রীর লাশ উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে নিখোঁজ হওয়ার ৯ দিন পর তানিয়া আক্তার (০৫) নামে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের কালিকাপুর এলাকার বাড়ির পাশের একটি ম্যানহোল থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।

জানা যায়, নিহত স্কুল ছাত্রী তানিয়া স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের নার্সারির ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ৩ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় স্কুল ছাত্রী তানিয়া আক্তার। পরের দিন তার বাবা স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী তাইজুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  

কিন্তু ডায়েরি করার পরেও পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেন স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশে ম্যানহোলে সোমবার দুপুরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।

খুন হওয়া স্কুল ছাত্রীর বাবা তাইজুল ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ নিয়ে যোগাযোগ করা হলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বাংলানিউজকে জানান, ম্যানহলে পড়ে গিয়ে শিশুটি মারা গেছে। তবে এটি হত্যাকাণ্ড। লাশ বস্তাবন্দি ছিল না। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি।

এ ঘটনায় কেউ এখনও মামলা দায়ের করেনি বলেও জানান ওসি ফজলুল করিম।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।