ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধকারীদের হামলায় ট্রাকের হেলপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
অবরোধকারীদের হামলায় ট্রাকের হেলপারের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীতে অবরোধকারীদের ছোড়া কাঠের আঘাতে আহত এক ট্রাক হেলপার মারা গেছেন। তার নাম আতিকুর রহমান (২২)।



সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আতিকুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুরে বামর গ্রামের আব্দুল গনির ছেলে।

নিহতের বড় ভাই জব্বার আলী বাংলানিউজকে জানান, ট্রাক ড্রাইভার দেলোয়ারের কাছে জানতে পেরেছি, তারা গত ৭ জানুয়ারি ঘোড়াশাল থেকে সিমেণ্ট ভর্তি ট্রাক নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশে রওনা হয়। সেদিন আনুমানিক বেলা তিনটার সময় বেগমগঞ্জ এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ট্রাকটি ভাঙচুর করে। এ সময় আমার ভাইয়ের মাথায় অবরোধকারীদের ছোড়া কাঠের আঘাত লাগে। তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় ৮ জানুয়ারি তাকে ঢামেক হাসপাতালে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অবরোধকারীদের হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

বাংলাদেশসময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।