ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সফলতায় এক বছর পূর্ণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সফলতায় এক বছর পূর্ণ

ঢাকা: সফলতার সঙ্গে বিজয়ের এক বছর পার করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নিচর্বাচনের পর বাংলাদেশের ভূ-খণ্ডে সুমদ্র সীমা জয় করেছি। এছাড়া অর্থনৈতিক মন্দা দূর করেছি। মূল্যস্ফীতি ৬.২ এ নিয়ে এসেছি।

শেখ হাসিনা বলেন, আমরা ওয়াদা করেছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবো। কিন্তু আমরা এ ওয়াদা পূরণ করতেও সক্ষম হয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার সরকার পতনের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। তিনি সন্ত্রাসের নেত্রী। তিনি আজ মানুষ খুন করেন। তিনি সব সময় জামায়াত নিয়ে ব্যস্ত থাকেন।  

প্রধানমন্ত্রী বলেন, ওনার (খালেদা) মধ্যে মনুষ্যত্ব থাকলে এভাবে মানুষ মারতো না। ঢাক‍া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় শুধু অগ্নিদগ্ধ মানুষ। কেন তাদের এভাবে পুড়িয়ে মারছেন তিনি।  

প্রধানমন্ত্রী বলেন, আজ দেশ এগিয়ে যাচ্ছে। এক বছরে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ  নাসিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক,  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

** বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হয়েছিলো
** যুদ্ধ বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধুই গড়ে তুলেছিলেন
** মঞ্চে শেখ হাসিনা
** আ’লীগ কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান আশরাফের
** খালেদা-তারেকের বিচার দাবি শেখ সেলিমের
** ফজলে নূর তাপসের মিছিলে ককটেল
** খালেদার গ্রেফতার দাবি করলেন ত্রাণমন্ত্রী
** খালেদাকে ভূতে আছর করেছে

** আ’লীগের সমাবেশস্থল থেকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ আটক ৩

** আ’লীগের সমাবেশ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।