ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রামেকে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রামেকে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ ছবি : ফাইল ফটো

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ওই রোগীর মৃত্যু হয়।

এ নিয়ে হাসপাতালের ওয়ার্ডে তুলকালামকাণ্ড ঘটিয়েছে মৃত রোগীর স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ওই রোগীর নাম হাবিবুর রহমান সেন্টু। তার বাড়ি নগরীর রামচন্দ্রপুর এলাকায়।

হাবিবুর রহমান সেন্টুর শ্যালক শরিফুল আলী বিদ্যুৎ ঘটনা বিষয়ে বাংলানিউজকে জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন তার দুলাভাই সেন্টু। তাকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর বারবার বলার পরও ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকরা তার চিকিৎসার ব্যবস্থা না করে সময় নষ্ট করেন। এতে বিকেল সাড়ে ৪টার দিকে সেন্টুর মৃত্যু হয়।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, রামেক হাসপাতালের হৃদরোগ বিভাগে ওই রোগীর মৃত্যুর হওয়ার পর এ ঘটনাকে কেন্দ্র করে তার স্বজনরা ওয়ার্ডে চিকিৎসকের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তবে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর কথা অস্বীকার করে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ডা. মোহাম্মদ কফিল উদ্দিন বাংলানিউজকে জানান, ওই রোগী ভর্তি হওয়া মাত্রই তার চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রোগী মারা যাওয়ার পর তার স্বজনরা ইন্টার্নদের ওপর চড়াও হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।