ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সিলেটে ট্রাকে আগুন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে পুলিশের সামনে ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক (যশোর-ট ১১ ২৭০৬) ঘটনাস্থলে পৌঁছামাত্র দুবৃর্ত্তরা ‘নারায়ে তকবীর’ স্লোগান দিয়ে ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। এ সময় টহলরত কয়েকজন পুলিশ সদস্য দূর থেকে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করছিলেন। তবে তারা কাউকে আটক করতে পারেননি।

স্থানীয় লোকজন তাৎক্ষনিক পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর পুলিশকে ভৎসনা করেন উপস্থিত লোকজন।

আগুনে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে ট্রাক চালক কবির আহমদ বাংলানিউজকে বলেন, সিলেটে মালামাল আনলোড করে গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা হই।

গাড়িতে রক্ষিত ৩৫ হাজার টাকাও আগুনে পুড়ে যায় বলে জানান চালক।

পুলিশের সামনে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, পুলিশ এসময় দূরে ছিল। লোকজনের অভিযোগ সত্য নয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।