ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শুরু হয়েছে নৌবাহিনীর প্রথম বার্ষিক সমুদ্র মহড়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শুরু হয়েছে নৌবাহিনীর প্রথম বার্ষিক সমুদ্র মহড়া

ঢাকা: বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের পর প্রথম বারের মতো নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার-২০১৫’ শুরু হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশের সম্পূর্ণ সমুদ্রসীমা জুড়ে এ মহড়ায় চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস্ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট ও হেলিকপ্টার অংশ নেয়।



দীর্ঘ ১৬ দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় নৌবাহিনীর ঘাঁটিগুলো ছাড়াও সব সচল যুদ্ধজাহাজ ও সাহায্যকারী জাহাজ অংশ নিচ্ছে। এছাড়াও সম্মিলিত অভিযান পরিচালনার মহড়ায় সেনাবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়, মেরিটাইম সংস্থা ও বিভাগগুলো নিচ্ছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের রায়ে নতুনভাবে নির্ধারিত বাংলাদেশের বিস্তৃত সমুদ্রসীমায় সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, সমুদ্র এলাকায় নজরদারি বজায় রাখা, সমুদ্র সম্পদের হেফাজত, সমুদ্রপথের নিরাপত্তা বিধানসহ শান্তিকালীন সময়ের বিভিন্ন মহড়া অনুশীলনই এই মহড়ার অন্যতম লক্ষ্য।

নৌ সদরের মেরিটাইম হেডকোয়ার্টারের তত্ত্বাবধায়নে চট্টগ্রাম আঞ্চলিক মেরিটাইম হেডকোয়ার্টার ও খুলনা আঞ্চলিক মেরিটাইম হেডকোয়ার্টার পরিচালিত এ সমুদ্র মহড়া আগামী ২৭ জানুয়ারি বঙ্গোপসাগরে বিভিন্ন ফায়ারিং ও ফ্লিট রিভিউয়ের মধ্য দিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।