ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শীতলক্ষ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে মো. সায়েম (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতু সংলগ্ন ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।



সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নিহত সায়েমের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম, পরিচয় ও বয়স জানা গেছে জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরনে ছিল কালো রঙের ব্লেজার ও কালো গেঞ্জি।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্রে তার নাম লেখা মো. সায়েম, বাবার নাম মো. হামিদউদ্দিন। বাড়ি ঢাকার খিলগাঁও এলাকার ১৬৮, উত্তর মেরাদিয়া।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।