ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে পেট্রল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আদিতমারীতে পেট্রল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে পেট্রল গোডাউনে অগ্নিকাণ্ডে মহুবার রহমান (৪০) নামে এক ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে আদিতমারী উপজেলার নামুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।



আহত মহুবার রহমান আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের রামদেব গ্রামের ইউনুস আলীর ছেলে।

আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইলাম বাংলানিউজকে জানান, নামুড়ি বাজারে শিয়ালখোয় নামুড়ি পাইপাস সড়কের পাশে একটি দোকানে অনুমোদন ছাড়াই পেট্রল ও ডিজেল বিক্রি করতেন মহুবার রহমান। তেল মজুদ রাখার জন্য দোকানের পেছনে তার একটি গোডাউন রয়েছে। টানা অবরোধে তেলের চাহিদা বাড়তে পারে তাই ওই গোডাউনে ১৫টির মত পেট্রল ও ডিজেলের ড্রাম মজুদ রাখেন তিনি।

দুপুরে গোডাউনের তেলের ড্রাম থেকে তেল নামাতে গিয়ে অসাবধনতাবশত সিগারেটের আগুন থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন তিনি।
 
পরে স্থানীয়রা এবং খবর পেয়ে লালমনিরহাট ও কালীগঞ্জের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউন ছাড়াও পাশের ২টি ধানের গোডাউন ও ২টি সমিতির অফিস পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশের ধারণা। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহম্মেদ।  

 এদিকে, আহত হলেও পুলিশি গ্রেফতার এড়াতে আত্নগোপন করেছেন মহুবার রহমান।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।