ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিভাগ

প্রধানমন্ত্রীর হাত ধরেই তিন দশকের স্বপ্ন পূরণ

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
প্রধানমন্ত্রীর হাত ধরেই তিন দশকের স্বপ্ন পূরণ

ময়মনসিংহ: নতুন আশায় বুক বেঁধে আরও একটি নতুন বছরে পা দিয়েছিল ময়মনসিংহের মানুষ। বছরের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ময়মনসিংহবাসীর প্রাপ্তির খেরোখাতা আর শূন্য থাকছে না।

অনন্য এক উপহার পেতে যাচ্ছে ইতিহাস ও ঐতিহ্যে প্রাচীন এ জনপদের মানুষ।

তিন দশক ধরে ঝুলে থাকা ময়মনসিংহ বিভাগের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই সোমবার (১২ জানুয়ারি) মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরু করতে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এ সিদ্ধান্তের পর ব্রহ্মপুত্র পাড়ের মানুষের মাঝে বইছে অন্যরকম আনন্দ আর উচ্ছ্বাস।

ময়মনসিংহ বিভাগের প্রতি ময়মনসিংহবাসীর অবস্থান বেশ আবেগঘন। এ অঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের উন্নতি, কল্যাণ ও উন্নয়ন বৈষম্য নিরসনে দীর্ঘদিনের স্বপ্ন ময়মনসিংহ বিভাগের দাবি পূরণ হতে যাওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, ময়মনসিংহ বিভাগ দাবি নিয়ে প্রায় তিন দশক ধরেই চলছে ধারাবাহিক আন্দোলন। বিভাগ ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিক নেতারা সক্রিয় হয়ে মাঠে ছিলেন। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এ দাবিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামও অব্যাহত ছিল।

প্রায় দু’বছর আগে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে এখানকার পাবলিক সেন্টিমেন্ট ছিল ‘নো ডিভিশন নো ভোট’। অসংখ্য ব্যানার-পোস্টারেও এ দাবি জোরালোভাবে উচ্চারিত হয়েছিল। ওই জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘উন্নয়নের জন্য দাবি লাগবে না। আগামীতে ক্ষমতায় গেলে ময়মনসিংহকে সিটি কর্পোরেশন করা হবে। ’

এ নিয়ে ওই সময় ছিল মিশ্র প্রতিক্রিয়া। হতাশাবিদ্ধ ময়মনসিংহবাসীর প্রত্যাশা ছিল তাদের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগের ঘোষণা দেবেন। অবশেষে ঠিক দু’বছর পর সোমবার মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী নিজেই ময়মনসিংহকে আলাদা বিভাগ করার কার্যক্রম শুরুর জন্য নির্দেশ দেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ পৌরসভার মেয়র ও তরুণ আওয়ামী লীগ নেতা মো. ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহবাসীর বহুল প্রত্যাশা ও লালিত স্বপ্ন ময়মনসিংহ বিভাগ। প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা এ খবরে আন্দোলিত।

এ বিভাগের মাধ্যমে ময়মনসিংহবাসী উপকৃত হবে। এ ধরনের উন্নয়ন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব, যোগ করেন তিনি।

বিভাগের দাবিতে প্রায় ৩ দশক ধরে আন্দোলন করে আসছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম বলেন, ‘ময়মনসিংহের উন্নয়ন প্যাকেজে জনগণের স্বপ্ন ও প্রত্যাশার শিরোনাম ময়মনসিংহ বিভাগ। প্রধানমন্ত্রীর হাত ধরেই এ দাবি পূরণ হতে যাচ্ছে। এ অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত ইতিহাস হয়ে থাকবে। ’
 
অতীতের সরকার প্রধানরা ময়মনসিংহ বিভাগের গুরুত্ব স্বীকার করলেও এ দাবি পূরণ করেননি মন্তব্য করেন প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন সাংবাদিক সংগ্রাম পরিষদের মহাসচিব মো. শামসুল আলম খান।

তিনি বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির উত্তরাধিকার প্রায় ৩ কোটি অধিবাসী অধ্যুষিত উপমহাদেশের অন্যতম বৃহৎ জেলা ময়মনসিংহের উন্নয়নে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে কাজ শুরু করতে নির্দেশনা নিযেছেন, এতে আমরা আশান্বিত হয়েছি। হৃদয়ের মর্মমূল থেকে অভিনন্দন প্রধানমন্ত্রীকে। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।