ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তালায় মাদক বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
তালায় মাদক বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড

তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় মনা মোড়ল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মুনিরা পারভীন এ আদেশ দেন।

মনা তালা উপজেলার বাইগুনি  গ্রামের সরফরাজ মোড়লের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মনা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিল ও গাজা বিক্রি করে আসছিলেন। সোমবার তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।