ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি এস কে সিনহা।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।



এ সময় তাকে স্বাগত জানান, স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকারুজ্জামান।

এরপর প্রধান বিচারপতি তাদের সাথে নিয়ে স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা শহীদদের স্মরণে কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন।
SK_sinha_1
এর আগে বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেন। বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি )কাজী রকিব উদ্দীন আহমদ, ৩ বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গত সোমবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা। তিনি বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

** দায়িত্ব নিয়েই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন
** প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।