ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট ও দিনাজপুরে ২৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
জয়পুরহাট ও দিনাজপুরে ২৪ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

জয়পুরহাট: জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ও ট্রেনে  তল্লাশি চালিয়ে ২৪ লাখ ৩১ হাজার আটশ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাই মালামাল আটক করেছে বিজিবি।

শুক্রবার থেকে শনিবার পর্যন্ত জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় ও ট্রেনে এ অভিযান চালায়।



এ সময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর এলাকা হতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের মৃত. হাকিম উদ্দীনের ছেলে ফেনসিডিল ব্যবসায়ী আসাদকে (৩২) আটক করা হয়।

শনিবার দুপুরে বিজিবি ব্যাটালিয়ন জয়পুরহাট-৩ এর সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মালামালের মধ্যে রয়েছে ১২ বোতল ফেনসিডিল, ১৩ বোতল মদ, ১৩ বোতল বিয়ার, ৫১৭ পিস শাড়ি, ৩৬০ কেজি জিরা, ৬৮ কেজি কিচমিচ, ৮০০ জোড়া কানের দুল ও অন্যান্য ভারতীয় মালামাল।

বিজিবি ব্যাটালিয়ন জয়পুরহাট-৩ এর সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা বাংলানিউজকে জানান, আটককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ও মালামাল হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।