ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে আনন্দ-উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে আনন্দ-উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের(বালিকা) শিশু ও কিশোরীদের নিয়ে সুনামগঞ্জে আনন্দ উৎসবে মেতেছে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স।

শনিবার(১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।



সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সুনামগঞ্জ চেম্বার অব কামর্সের সহযোগিতায় সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের একশত শিশু ও কিশোরীদের নিয়ে এ আনন্দ উৎসবের আয়োজন করে।

সকাল ১০টায় স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে শিশু পরিবারের শিশু কিশোরীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে এসে মিলিত হয়।

শোভাযাত্রায় শিশুদের সঙ্গে অংশ নেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ লতিফুর রহমান রাজু প্রমুখ।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের গান পরিবেশনের মাধ্যমে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে শুরু শিশু কিশোরীদের আনন্দ উৎসব।

এ উৎসবে শিশু কিশোরীরা ১২টি ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রকাশ করে।

পরে জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকের নিয়ে শহীদ আবুল হোসেন মিলনায়তনে শিশু কিশোরীরা মধ্যাহ্ন ভোজে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।