ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মা-দাদিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
মেহেরপুরে মা-দাদিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

মেহেরপুর: মেহেরপুরে মা ও দাদিকে হত্যার দায়ে হাবিল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন।



মামলার এজাহারে জানা যায়, ২০০৯ সালের ৭ এপ্রিল সদর উপজেলার শালিকা গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাবিল উদ্দিন তার মা রুঙ্গিলার কাছে ১০ টাকা চান। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হাবিল ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এসময় দাদি পতিরন নেছা ঠেকাতে গেলে তার মাথায়ও লাঠি দিয়ে আঘাত করে হাবিল। এতে ঘটনাস্থলেই তার মা ও দাদি মারা যান।

এ ঘটনায় হাবিলের বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।  

মামলায় ১২ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহিদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।