ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার- এই চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।


 
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে সরস্বতী পূজা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত এ পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ সাহাবুদ্দিন আহমেদ, সংসদ সদস্য ছবি বিশ্বাস, জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহ সংসদের কর্মকর্তা-কর্মচারীরা।
 
এই প্রথমবারের মতো সংসদ সচিবালয়ের পক্ষ থেকে কোনো পূজার আয়োজন করা হলো। হিন্দুধর্মাবলম্বীদের জন্য বিশেষ এই সুযোগ করে দেয় সংসদ সচিবালয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬  ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।