ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

ঢাকা: দুদিনের সাপ্তাহিক ছুটি শেষে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টা ৫৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।



এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চলতি অধিবেশনের ৪র্থ কার্যদিবস শেষে স্পিকার দুদিনের বিরতি দেন অধিবেশনের। শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় এই বিরতি দেওয়া হয়।
 
অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এদিন রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ , মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর।
 
এরপরেই রয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা। এতে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা অংশ নেবেন।
 
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম এ অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংসদের এ অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত।
 
বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।
 
বিএনপি-জামায়াত জোট নির্বাচন বর্জনের ফলে প্রথমবারেরমতো বিরোধী দলের আসনে জাতীয় পার্টি। যদিও শুরু থেকেই বিরোধী দলের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা চলে আসছে। এক সাথে বিরোধী দল ও সরকারের মন্ত্রিসভার সদস্য হওয়ায় সমালোচনামুখর করতে পারছে না জাতীয় পার্টি।
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।